4.9.19

How to give a presentation

Image result for how give a presentation
Source: Magneticspeaking

এক্সিকিউটিভ মেম্বারদের জন্য "How to give a presentation" শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হচ্ছে।
উক্ত সেমিনারে অবশ্যই সকল এক্সিকিউটিভদের উপস্থিত থাকতে হবে।
সেমিনারে অংশগ্রহণকারী সকল এক্সিকিউটিভকে নিজস্ব খাতা ও কলম ব্যবহার করতে হবে।

তারিখঃ ০৬/০৯/২০১৯
আয়োজক : Division of Language and Communication, The Agricultural Economics Club
রিপোর্টিং টাইমঃ বিকাল ৩ঃ১৫ থেকে ৩ঃ৩০
রিপোর্টিং ক্লোজ এবং সেমিনার শুরু ৩ঃ৩০ মিনিট।
স্থানঃ কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ (নতুন ভবন), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট।
ড্রেস কোড : ফর্মাল/সেমিফর্মাল

বিস্তারিত তথ্যের জন্যঃ
মাহবুব এলাহি
জেনারেল সেক্রেটারি
দি এগ্রিকালচারাল ইকনোমিক্স ক্লাব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট
মোবাইল নংঃ 01684503240