25.9.19

কি হয় স্টুডেন্ট টু স্টার্টাপে?

ব্যবসায় পরিকল্পনা শুরু করবেন যেভাবে
এক ঘণ্টার মত সময় নিয়ে বসুন। কাগজ কলম অবশ্যই থাকতে হবে। চিন্তা করুন। এই সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়া বন্ধ রাখুন।  অন্তত দুইটা বিজনেস আইডিয়া লিখুন। চেষ্টা করবেন স্মার্ট দুইটা আইডিয়া দিতে। বিজনের প্লানের মাধ্যমে কোন একটা সমস্যার সমাধান দিতে পারলে ভালো হয়। 
যেমন ধরুন ভিমের কথা। কেন দরকার ছিলো ভিম? ডিটার্জেন্ট দিয়েই তো হচ্ছিলো? একটা সমস্যা ছিলো। ডিটার্জেন্ট ব্যবহার করলে পাত্রের  গায়ে ডিটার্জেন্টের  গন্ধ লেগে থাকে। অথবা মিনি প্যাক শ্যাম্পু কেন? কারন বড় প্যাকেট শ্যম্পুর খরচ বহন করা কম আয়ের মানুষের জন্য কষ্টকর। সেই সমস্যা সমাধানের জন্যই মিনিপ্যাক শ্যাম্পু। 

আইডিয়া জেনারেটের সময় নিচের প্রশ্নের দিকে খেয়াল রাখুন

  1. আপনার বিজনেস আইডিয়া কোন সমস্যার সমাধান করবে?
  2. সমস্যাটার সল্যুশন কেন গুরুত্বপুর্ন?
  3. সমস্যার ব্যপ্তি কতটুকু?
  4. সমস্যার মুল কারনগুলো কি?
  5. সমস্যাটা কি সমাধানযোগ্য? 
  6. সমস্যা সমাধানের জন্য পুর্বে কি ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়েছিলো।
  7. সমস্যার সমাধান হলে কি ধরনের পরিবর্তন আসবে? 
  8. কতজন মানুষের সমস্যা সমাধান হবে?
  9. আপনার টার্গেট কাস্টমার কে বা কারা? 
  10. আপনার সমাধান কি ইউনিক?
  11. বিজনের শুরু করতে আপনার স্টার্টাপ খরচ কত?
  12. আপনার ব্যবসার ক্ষেত্রে সম্ভাব্য সমস্যা কি কি?
  13. বিজনের থেকে রেভিনিউ আসতে কত সময় লাগতে পারে। 


কি হয় স্টুডেন্ট টু স্টার্টাপ এ?
কিচ্ছু হয় না। প্রথমদিন যাবেন, তারা বিসজনেস প্লানের উপর লেকচার দিবে, আর আপনারা শুনবেন। স্নাক্স এর ব্যবস্থা থাকবে। 

তারপর?
তারপর বাসায় আসবেন। আপনার আইডিয়া নিয়ে বসবেন। দুই মিনিটের একটা পিচ রেডি করবেন। প্রাকটিস করবেন ৩০ বার। 

এর পর কি?
পরের দিন আবার যাবেন, দেখবেন অনেক মানুষ আইডিয়া নিয়ে আসছে। কয়েকজন দেখবেন S2S টি শার্ট গায়ে দাঁড়ায় আছে। আপনারও ইচ্ছে হবে যে, ইসস আমি যদি একটা পেতাম। কিন্তু পাবেন বলে মনে হয় না। তবে একটা ভালো কলম ও লেখার প্যাড পাবেন মেবি। 
তারপর আপনার নাম লেখাবেন লিস্টে। হুট করে দেখবেন আপনাকে ডাকছে। আপনারা তিনজন গিয়ে আপনাদের আইডিয়া দুই মিনিটে শেয়ার করবেন। দেন আপনাকে একটা খাবারে প্যাকেট ধরায় দিবে। আপনি চিল করতে করতে চলে আসবে।




পিচে কি কি হয়?
তেমন কিছুনা। কারন আপনি র‍্যাগ খেয়ে অভ্যস্ত। আপনাকে মোটামুটি তারা এমন ভাবে সাইজ করবে যাতে কিছু সময় পর আপনার মনে হবে যে কি একটা আইডিয়া নিয়ে আসছি। আর হ্যাঁ, এইটা ওদের স্ট্রাটেজি। মন খারাপের কিচ্ছু নাই। 


আইডিয়া কেমন হওয়া চায়?
আপনার আইডিয়া একটু ইউনিক হতে হবে। মানে সিকৃবিতে আমের ব্যবসা বা কসমেটিক্স এর ব্যবসা টাইপ আইডিয়া না দিলে ভালো হয়। তবে এমন আইডিয়াও আবার দিয়েন না যাতে করে আপনার ফান্ড লাগবে ২০০০০০০০০০০০০০০০০০০ ডলার। একজন এরকম আইডিয়া দিছিলো। তারে বলছে নিজে ইনকাম করে ব্যবসা করো। মোটামুটি সিম্পলি স্মার্ট একটা আইডিয়া হলেই ভালো। 


আইডিয়া কই পাবেন?
রাস্তায় পাবেন, ক্লাস রুমে, জালাল ভাইয়ের টঙ্গে, টয়লেটে বা শহীদমিনারেও পাবেন। তবে ঐখানে যাবার আগে গুগল সার্চ করে নিতে পারেন। হুবহু আইডিয়া না দিয়ে নিজের দেশের হিসাবে একটু মোডিফাই করে নিবেন। হাটতে চলতে প্রচুর আইডিয়া পেতে পারেন। 


যেটা করতে ভুলবেন না!!
আপনি গিয়েই আগেভাবে বন্ধু বা টিমমেটদের সাথে সেলফি তুলে রাখবেন। কারন সন্ধ্যায় সেলফি তুললে কম আলোর জন্য ছবি ভালো নাও আসতে পারে। 


আর হ্যাঁ!!
এই ছোট্ট কাজগুলোর মধ্যে দিয়েই আপনি নেক্সট রাউন্ডের জন্য সিলেকটেড হতে পারেন। আপনাদের নিয়েই ঢাকায় চলবে ইনিটেনসিভ গ্রুমিং সেশন। আর বুঝতেই পারছেন যে সেই সেশন গুলো কিরকম হবে। বেস্ট আইডিয়া গুলো প্লাস বেস্ট মেন্টরস। পুরো বাংলাদেশ থেকে সুযোগ পাবে বেস্ট আইডিয়াগুলো। সেখানে কি হতে পারে সেটা হয়ত আমি আপনি ধারনাও করতে পারবো না। 

x